ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ২৩:৪৪, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:০৮, ৩ এপ্রিল ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত।

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল মাতুব্বর (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গোয়ালন্দ-তারাইল আঞ্চলিক সড়কের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মাতুব্বর সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার মোস্তাক মাতুব্বরের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, রাসেল মাতুব্বর মোটরসাইকেল নিয়ে চন্দ্রপাড়া থেকে পুলিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোষাভাঙ্গা এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নিহত রাসেল নিজের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে কোনো মামলা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

নুসরাত

×