ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

জমি নিয়ে বিরোধ, নৌবাহিনীর কর্মকর্তাকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ২২:১৫, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:১৯, ২ এপ্রিল ২০২৫

জমি নিয়ে বিরোধ, নৌবাহিনীর কর্মকর্তাকে কুপিয়ে জখম

ছবিঃ নৌবাহিনীর কর্মকর্তা কামরুল ইসলাম

বাউফলে জমি নিয়ে বিরোধের জের ধরে কামরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে।

আজ (২রা এপ্রিল) বুধবার উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত অবস্থায় কামরুল ইসলামকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কামরুল ইসলাম নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পেডি অফিসার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের সিরাজুল ইসলাম গংয়ের সঙ্গে নুর হোসেন ওরফে ফোরকান গংয়ের জমি নিয়ে বিরোধ চলছে। 

বিরোধ নিস্পত্তির জন্য এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। সালিশের গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসা না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে উভয় পক্ষকে নিষেধ করেন।

ওই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত উপেক্ষা করে বুধবার নুর হোসেন ওরফে ফোরকান গং বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যান।

এ সময় সিরাজুল ইসলামের ভাই কামরুল ইসলাম বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নুর হোসেন ওরফে ফোরকান দলবল নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে কামরুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

পরে কামরুল ইসলামের স্বজনরা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ব্যাপারে আহত কামরুল ইসলামের ভাই সিরাজুল ইসলাম বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

ইমরান

×