ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বাগেরহাটে শিশুকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, দুজনেই নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২২:০২, ২ এপ্রিল ২০২৫

বাগেরহাটে শিশুকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, দুজনেই নিহত

ছবি: সংগৃহীত।

বাগেরহাটের রামপালে পুকুরের পানিতে ডুবে সাত বছর বয়সী এক শিশু ও গীতা রানী (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর গৌরম্ভা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের বিপ্লব অধিকারীর ছেলে।

স্থানীয়রা জানান, অসাবধানতাবশত শিশুটি নিজেদের পুকুরে পড়ে যায়। এ সময় চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ গ্রাম থেকে বেড়াতে আসা সুকুমার অধিকারীর স্ত্রী গীতা রানী শিশুটিকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন। তবে পুকুরটি গভীর হওয়ায় তিনিও পানিতে ডুবে যান।

পরে স্থানীয়রা দুজনকেই মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রামপাল থানার ওসি সেলিম রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, "আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"

নুসরাত

×