ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কুষ্টিয়ায় গোসলের ভিডিও ধারণ, দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

প্রকাশিত: ২১:৩৩, ২ এপ্রিল ২০২৫

কুষ্টিয়ায় গোসলের ভিডিও ধারণ, দুই যুবক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় চাচির গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই দুই যুবকের কাছ থেকে ভিডিওসহ দুটি স্মার্টফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকার রিয়াজ আলীর ছেলে রেজাউল ইসলাম (৩০) ও বিষু শেখের ছেলে মারুফ হোসেন (১৮)। সম্পর্কে তারা চাচাতো-ফুফাতো ভাই। পুলিশ জানায়, বুধবার সকালে ওই নারীকে ধারণকৃত ভিডিও দেখিয়ে চাঁদা দাবি করেন তারা। এর আগে গত সোমবার নিজবাড়ি থেকে চাচির গোসলের ভিডিও ধারণ করে রেজাউল ও মারুফ। কুমারখালী থানার ওসি বলেন, চাচির ভিডিও ধারণ করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

×