ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সিদ্ধিরগঞ্জে মার্কেটে ২০ দোকান ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৭, ২ এপ্রিল ২০২৫

সিদ্ধিরগঞ্জে মার্কেটে ২০ দোকান ভস্মীভূত

সিদ্ধিরগঞ্জের পাইনাদীর মক্কীনগর এলাকায় একটি ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০টি  দোকান পুড়ে গেছে। বুধবার ভোর ৪টায় সিদ্ধিরগঞ্জের পাইনাদীর মক্কীনগর এলাকায় ঘটনাটি ঘটে। কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিটের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার বেলা সাড়ে ৩টায় আগুনের এ বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র  স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আকস্মিকভাবে ভোর ৪টায় ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ফার্নিচার মার্কেটে ছড়িয়ে পড়ে।
পানের বরজে আগুন  
নিজস্ব সংবাদদাতা কালকিনি, মাদারীপুর থেকে জানান, কালকিনিতে পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের নুর ইসলাম ঘরামীর ছেলে রুবেল ঘরামী তার নিজ জমিতে বিভিন্ন ধরনের আবর্জনা পোড়ানোর জন্য আগুন দেন।  রুবেল ঘরামীর দেওয়া আগুন তার জমির পাশে পানের বরজে লেগে যায়।  সেখান থেকে আগুন মূহূর্তের মধ্যে বেশ কয়েকটি পানের বরজে ছড়িয়ে পড়ে।
মনোহরগঞ্জে  ৫ দোকান
নিজস্ব সংবাদদাতা মনোহরগঞ্জ, কুমিল্লা  থেকে জানান, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া  স্টেশন পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকেলে বাজারস্থ ইসলামী ব্যাংক সংলগ্ন এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  বেদ্যুতিক শর্টসার্কিট  থেকে আগুনের সূত্রপাত।
রাজীবপুরে ১১ দোকান ভস্মীভূত
স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, রাজীবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ।  এতে ১১টি দোকানঘর ভস্মীভূত হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে ফজরের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে দেখে বাজারে দাউ দাউ করে আগুন জ্বলছে। অনুমান করা হচ্ছে, বাজারের কাঁচামালের দোকান থেকে আগুনের সূত্রপাত পরে দ্রত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে মুদি, জুতা, কাঁচামাল ও ভুসির গোডাউনসহ অন্তত ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে।

×