
অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, হাসিনা যখন হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন, তার আগের সপ্তাহে সিগন্যাল দিয়েছিলেন তার আত্মীয়-স্বজনকে, তারা যাতে পালিয়ে যেতে পারে। বাংলাদেশে তার লক্ষ লক্ষ কর্মীকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজের আত্মীয়দের নিয়ে দিল্লির কলকাতাতে বসে একেক সময় একেক রকম নসিহত করছেন। আমরা শহীদদের রক্তে শপথ নিয়েছি এই বাংলাদেশে খুনিদের বিচার করবই। দিল্লি বসে কোনো নসিহত বাংলাদেশের মানুষকে সেই বিচার থেকে পেছনে ফেরাতে পারবে না।
বুধবার দুপুরে শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃৃতায় এ কথা বলেন তিনি।
কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ।