
ঈদের আগে-পরে তিনদিনে গুলিবিদ্ধ হয়ে সাভারে ও নারায়ণগঞ্জে দুই যুবক, রাউজকানে প্রকোশলী, নালিতাবাড়িতে ভাই, রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী, সিলেটে গৃহবধূ, নওগাঁয় এক ব্যক্তি, বরিশালে ব্যবসায়ী ও নীলফামারীতে নবজাতক খুনের ঘটনা ঘটেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের।
সাভার
সাভারে ঈদের দিন রাতে রুবেল (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে এগারোটার দিকে পৌর এলাকার নামাবাজারের বাঁশপট্টি মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল ভোলার চরফ্যাশনের নূর মোহাম্মদ খলিফার ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে সাভারের বাঁশপট্টি এলাকায় ভাড়া থেকে নৈশপ্রহরীর চাকরি করতেন। অভিযুক্ত ওই যুবককের নাম রুবেল হোসেন (৩১)।
জানা গেছে, এদিন রাতে ওই এলাকার বাসিন্দা ব্যবসায়ী মনির হোসেনের জামাতা রুবেল মদ্যপ অবস্থায় তার চাচাশ্বশুর মুক্তার হোসেনকে (মনিরের ছোট ভাই) গালিগালাজ করে। এ সময় রুবেলের সঙ্গে স্থানীয় কয়েকজনের ঝগড়া হলে সে সেখান থেকে চলে যায়। পরে বিষয়টি মীমাংসার জন্য তাকে ডেকে নিয়ে আসা হয়। এ সময় নৈশপ্রহরী রুবলকেও মোবাইল ফোনে কল করে কেউ একজন ডেকে আনে। নৈশপ্রহরী রুবেল ঘটনাস্থলে পৌঁছে তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে মনির হোসেনের জামাতা রুবেল উত্তেজিত হয়ে তাকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ
ফতুল্লার কাশিপুর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে পাভেল (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। ঈদের দিন সোমবার ভোরে ফতুল্লার পঞ্চবটি- মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ওসি মো. শরিফুল ইসলাম। পাভেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিমপুর মধ্যপাড়ার হাসমত উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানায়, গত রবিবার সন্ধ্যায় ইফতারের পর নিহত পাভেল চুল কাটার কথা বলে বাসা থেকে বের হন। পরে রাত ১০টার দিকে পাভেলের বড় ভাই রুবেলের মোবাইল ফোনে একটি কল আসে। কিন্তু কেউ কথা বলে না কলটি কেটে দেয়। পরদিন ভোর ৬টার দিকে ভিকটিমের খালাত ভাই রিফাত ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় ভিকটিমকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ভিকটিমের বড় ভাই মো. মাসুমসহ এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাউজান, চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজানে মা, ভাই ও বোনের হাতের ধারালো অস্ত্রের আঘাতে নুরুল আলম বকুল (৪১) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল ৩টার সময় রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ তিতা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার নুরুল ইসলাম ও হত্যাকারী মা শহিদা বেগমের পুত্র। তবে তার মা শহিদা বেগমের দুই সংসারে সন্তান রয়েছে। এরমধ্যে বকুল প্রথম ঘরের সন্তান।
রাজবাড়ী
প্রবাসীর স্ত্রী দুই সন্তানের মা সালমা বেগমকে (২৫) শ্বাসরোধ করে হত্যা ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর গ্রামে খাটের ওপর সালমার গলায় ওড়না পেঁচানো মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। সালমা বেগম হাউলি জয়পুর গ্রামের সৌদি আরব প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী। আজাদ-সালমা দম্পতির ঘরে সাদিক-(৭) ও সিনহা-(৫) নামে দুই সন্তান রয়েছে। সদর থানার ওসি বলেন, সালমা বেগমের গলায় ওড়না পেঁচানো মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সিলেট
মঙ্গলবার সকালে নগরীর আম্বরখানা এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সাবিহা সুলতানা (৩৭) আম্বরখানা এলাকার শুভেচ্ছা-৮নং বাসার ৬ তলায় একটি ফ্ল্যাটে থাকতেন। নিহতের স্বামী সরদার মো. ফয়সাল ইমাম বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে চাকরি করেন। তাদের ১০ বছরের একটি সন্তান রয়েছে। তিনি সুনামগঞ্জ সদর থানার ষোলঘর কলোনি রোড এলাকার মৃত মহি উদ্দিন আহমদের মেয়ে।
নওগাঁ
নওগাঁর মান্দায় নিখোঁজের ৫ দিন পর বোরো ধানের খেত থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কশব মধ্যপাড়া গ্রামের তালপুকুরিয়া বিল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ আব্দুল জব্বারের বলে শনাক্ত করেছেন তার স্বজনরা। নিহত আব্দুল জব্বার উপজেলার নুরল্লাবাদ গ্রামের ফজের আলী মোল্লার ছেলে। মান্দা থানার ওসি বলেন, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ আব্দুল জব্বারের বলে শনাক্ত করেন তার স্বজনরা।
বরিশাল
মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রামে ব্যবসা ও জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে নাসির হোসেন (৫২) নামের এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত নাসির ওই গ্রামের মৃত গগন সরদারের ছেলে। গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মুলাদী থানার ওসি জানান, সংবাদ পেয়ে রাতেই নাসিরের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের মাথা ও চোখে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে।
নীলফামারী
ছেলে সন্তান নবজাতকটি কার? চারদিকে প্রশ্ন আর প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকজুড়ে পুকুরে ভেসে থাকা অজ্ঞাত নবজাতকের নিথর দেহের ছবিসহ পোস্ট করেছেন অনেকেই। ঘটনাটি বুধবার ডোমার উপজেলার পূর্ব বোড়াগাড়ী কলেজপাড়া গ্রামের। সেখানে সাতসকাল একটি পুকুরে ওই নবজাতকের নিথর দেহ ভেসে থাকা অবস্থা দেখতে পেয়ে মানুষজন ফেসবুকে এমন পোস্ট করেছেন। ডোমার থানার ওসি বলেন, পুকুর থেকে অজ্ঞাত নবজাতক ছেলে সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।
নালিতাবাড়ী, শেরপুর
নালিতাবাড়ীতে ওয়ারিশান জমি সংক্রান্ত দ্বন্দ্বে ভাইবোনের মারামারিতে বড় ভাই দুলাল মণ্ডল (৬০) নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুলাল মণ্ডল ওই গ্রামের মৃত আব্দুল কাদির মণ্ডলের ছেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আশকর আলী নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।