
ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ছোট-বড় ৯টি হাওড়ে বোরো ধান কাটার ধুম লেগেছে। কৃষক কৃষাণীরা আনন্দ উল্লাসের সহিত ধান কাটা মাড়াই ও ধান শুকানোর কাজে ব্যস্ত সময় পাড়ি দিচ্ছেন। তার সঙ্গে গবাদিপশুর খড় শুকানোর কাজও চলমান রয়েছে।
উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়নের দৌলতপুর গ্রামের কৃষক খান বাহাদুর বলেন ও একই ইউনিয়নের রাজাপুর গ্রামের বুলবুল মিয়া তারা বলেন গত বছর বিএডিসি ধানের ব্রি ২৮ ও ব্রি ২৯ জাতের ১০ কেজি প্যাকেটের বীজ ধানের চারা তৈরি করে রোপণ করায় এক দিকে ধানে চিটা অপর দিকে ব্লাষ্ট রোগে আক্রান্ত হয়ে ছিল। এ বছর টাঙ্গাইল মধুপুরের মিজান সিড ব্যবহার করায় ফলন ভালো হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার বলেন, চলতি বোরো মৌসুমে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ৩২ হাজার ৭৩৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল উপসি ও স্থানীয় জাতের ধান আবাদের পরামর্শ দিয়েছি। তবে এ বছর সময়মতো বৃষ্টি না হলেও ফলন ভালো হয়েছে।