
ছবি : সংগৃহীত
মোল্লাহাট ও খুলনার রূপসা সীমান্ত এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান লুট ও বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, এর মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন লিমন ফকির (২২), জাহিদুল ফকির (৩০) ও রাসেল ফকির (৩২)। ঈদের দিন রাত ৭টার দিকে রূপসা উপজেলার বামনডাঙ্গা বাজারে তিনটি দোকান লুট ও মঙ্গলবার সকালে মোল্লাহাটের বুড়িগাঙনী গ্রামের ফকিরবাড়িতে হামলার এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক বুড়িগাঙনী গ্রামের লিটন ফকির বলেন, ঈদের দিন ফাঁকা মাঠে ঘুরতে যাওয়া আমাদের এক ছেলের সঙ্গে বামনডাঙ্গা এলাকার এক ছেলের ঝগড়া হয়, ওই ঘটনার জেরে রাত ৭টার দিকে বামনডাঙ্গা এলাকার রুহুল মিনা ও ফরহাদের নেতৃত্বে ১৫/২০ জন দুষ্কৃতকারী আমার দোকানে হামলা চালায়। এ সময় আমি দোকানের মালামালের আড়ালে লুকানোর চেষ্টা করি, তবু দোকানের মধ্যে ঢুকে আমাকে হত্যার উদ্দেশে কুপিয়ে যখম করে। আমাকে উদ্ধার করতে আসায় আরও কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করাসহ প্রকাশ্যে সাত লক্ষ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এঘটনায় ওই রাতেই সংশ্লিষ্ট রূপসা থানায় অভিযোগ করি। থানায় অভিযোগ করায় মঙ্গলবার সকালে আবারো আমাদের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ।
ওই সব অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের এনামুল মিনা ও ইমা বেগম বলেন, আমাদের বাড়িতে চার গ্রামের লোকজন মিলে হামলা চালিয়েছে। আমরা পালিয়ে রক্ষা পেলেও আমাদের অনেকে আহত হয়েছে। রূপসা থানার ওসি জানান, ওই ঘটনায় রাতে এবং সকালে পুলিশ গিয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।