ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

উত্ত্যক্ত করতে বাধা দেওয়ায় তিনজনকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ২০:৫৪, ২ এপ্রিল ২০২৫

উত্ত্যক্ত করতে বাধা দেওয়ায় তিনজনকে কুপিয়ে জখম

ভাঙ্গায় এক স্কুলছাত্রীকে  যৌন হয়রানিতে বাধা দেওয়ায় ওই ছাত্রীর পিতা, চাচা ও ফুফাতো ভাইকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। তারা ভুক্তভোগী পরিবারটির বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। সোমবার বিকেলে উপজেলার আলগী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রীর বাবা গফফার মিয়া (৫৫), চাচা ছত্তার মিয়া (৬০) ও ফুফাতো ভাই তাইমুর মাতুব্বর (১৯) কে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ওই গ্রামের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী (১৭) কে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত প্রতিবেশী সিয়াম মোল্যা (১৯), রিফাত মোল্যা (২০), সাকিব মোল্যা (২২)। বিষয়টি ওই স্কুলছাত্রী বাড়ি এসে বাবা-মাকে জানালে তারা রবিবার বিকেলে ওই বখাটেদের অভিভাবকদের জানায়। বখাটেরা নালিশের পর ঈদের আগের রাতে মেয়েটির বাড়িতে বিভিন্ন রকম বাজি ফুটাতে থাকে। মেয়েটির পরিবার আবার বাধা দিয়ে বখাটের পরিবারকে পুনরায় জানালে তারা ঈদের নামাজের পর মীমাংসা করে দেবে বলে জানায়।

×