ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মেধার বিকাশে কমলগঞ্জে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা 

আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ

প্রকাশিত: ২০:১৬, ২ এপ্রিল ২০২৫

মেধার বিকাশে কমলগঞ্জে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা 

ছবিঃ সংগৃহীত

নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও শিক্ষা-সাংস্কৃতিক মননে চিত্তে ধারণের লক্ষে ও মেধার বিকাশে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থার আয়োজনে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয় । 

বুধবার (০২ এপ্রিল) সকাল ১১টা থেকে মণিপুরী ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসে উপস্থিত হন আয়োজন স্থলে। এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। 

প্রতিযোগিতা শেষে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সত্যবান সিংহ এর সভাপতিত্বে ও শিউলি সিনহা ও মনিষা সিনহা'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কর অঞ্চল-৫ এর যুগ্ম কর-কমিশনার কাজলসিংহ, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র কনসালটেন্ট বুলবুল সিংহ, ঢাকা বিপিডিবি'র উপ-পরিচালক বিমল কুমার সিংহ, মণিপুরী ললিতকলা একাডেমি উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রভাস চন্দ্রসিংহ, নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহা, বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ প্রমূখ।

বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা বিমল কুমার সিংহ ও পবিত্র সিংহ বলেন, ছবি আঁকার ফলে শিশুর কল্পনা শক্তি বৃদ্ধি পায়,
সমাজের উন্নতির জন্য শ্রম, জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। সমাজে সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে সেখানে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা।

চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় ১৫০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, শিশু-কিশোরের মানসিক বিকাশ সাধন সহ যুব সমাজকে নিয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থা। 

ইমরান

×