ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ইসলামপুরে ঈদ মেলার নামে জুয়া-অশ্লীল নৃত্য, যৌথ বাহিনীর অভিযানে নারীসহ আটক ৩৮

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর, জামালপুর 

প্রকাশিত: ১৯:৩৭, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৩৮, ২ এপ্রিল ২০২৫

ইসলামপুরে ঈদ মেলার নামে জুয়া-অশ্লীল নৃত্য, যৌথ বাহিনীর অভিযানে নারীসহ আটক ৩৮

ছবিঃ সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ঈদমেলা থেকে নারীসহ ৩৮ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১লা এপ্রিল) গভীর রাতে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হারঘিলা বাঁধ এলাকায় ঈদমেলা থেকে তাদের আটক করা হয়। 
পুলিশ জানায়, ঈদের দিন থেকে হারঘিলা বাঁধে ঈদ মেলার নামে জুয়া, অশ্লীল নৃত্য ও মাদকের আড্ডা চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে ৩ জন নারী সহ মোট ৩৮ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নোয়ারপাড়া হারঘিলা বেড়িবাঁধ এলাকায় ঈদের দিন থেকে ঈদ মেলার নামে জুয়া, মাদক সেবন, অশ্লীল নৃত্য পরিচালনা করে আসছে একটি মহল। জোয়া খেলায় অংশ নিয়ে অনেকেই অর্থ হারিয়ে, অর্থ যোগাড় করতে এলাকায় চুরিসহ বিভিন্ন নাশকতায় জড়িয়ে পরছিলো। অভিযান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ জানান, আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইমরান

×