ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পুকুরপাড় থেকে প্রাচীন কষ্টিপাথর সদৃশ ভাঙা মূর্তি উদ্ধার

মাহফুজ মণ্ডল, বগুড়া

প্রকাশিত: ১৯:২৭, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:২৮, ২ এপ্রিল ২০২৫

পুকুরপাড় থেকে প্রাচীন কষ্টিপাথর সদৃশ ভাঙা মূর্তি উদ্ধার

ছবি: প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে এক পুকুরপাড় থেকে প্রাচীন কালের একটি কালো পাথরের ভাঙা মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এটি কষ্টিপাথরের মূর্তি হতে পারে বলে ধারণা করা হলেও নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল এলাকার লয়া নামক পুকুরপাড় থেকে প্রায় তিন কেজি ওজনের এই মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে একে সরস্বতী মূর্তি বলে মনে করা হলেও পরে পুলিশের তদন্তে জানা যায়, এটি গরুড়ের মূর্তি, যা বিষ্ণুর বাহন হিসেবে পরিচিত।

ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পুনাইল গ্রামের লয়া পুকুরে স্থানীয়রা মাছচাষ করেন। সম্প্রতি পুকুরটি সংস্কারের সময় পাড়ে মাটি ফেলা হলে সেখানে শিশুরা খেলা করার সময় মূর্তিটি খুঁজে পায়। পরে পুলিশ এসে এটি উদ্ধার করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মূর্তিটি কালো পাথরের তৈরি বলে মহাস্থান জাদুঘরের বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন। এটি মূল মূর্তির প্যাডেস্টালের নিচের অংশ হতে পারে। তবে এটি আসলেই কষ্টিপাথরের কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

এম.কে.

×