ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ঋণের টাকা পরিশোধকে কেন্দ্র করে পরিবারের উপর হামলা, আহত ২

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ১৮:৫২, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৫৩, ২ এপ্রিল ২০২৫

ঋণের টাকা পরিশোধকে কেন্দ্র করে পরিবারের উপর হামলা, আহত ২

ছবিঃ প্রতীকী অর্থে

কুমিল্লার মেঘনা উপজেলায় ঋণের টাকা পরিশোধকে কেন্দ্র করে এক পরিবারের উপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের দুই সহোদর গুরুতর আহত হন। 

বুধবার (২রা এপ্রিল) সকালে উপজেলার মানিকারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঘাইকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে ৷

স্থানীয়রা জানায়, উপজেলার মানিকারচর ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের মো. সাব মিয়ার ছেলে রমজান মিয়া প্রায় তিন বছর আগে ‘গরিবের বন্ধু সমবায় সমিতি’ থেকে ৫ হাজার টাকা ঋণ নিয়ে বিদেশে পাড়ি জমান। সম্প্রতি দেশে ফিরে তিনি সমিতির দায়িত্বশীলদের খুঁজে টাকা পরিশোধ করতে চান। কিন্তু জানতে পারেন, সমিতির কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।

বুধবার সকালে অভিযুক্তরা সাব মিয়ার বাড়িতে গিয়ে ঋণের টাকা দাবি করেন। রমজান মিয়া জানান, তিনি প্রকৃত কর্তৃপক্ষের কাছেই টাকা ফেরত দেবেন। এতে ক্ষুব্ধ হয়ে মনির হোসেন, বিজয়, সোহাগ ও সোহেলসহ কয়েকজন মিলে সাব মিয়ার বাড়িতে হামলা চালান।

হামলাকারীরা সাব মিয়ার ছেলে বাবুকে ছেনি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। একইভাবে মাহাবুবকেও ছেনির আঘাতে রক্তাক্ত করা হয়। 

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তারা ঢাকা মেডিকেলে না গিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে পরিবার সূত্রে জানা যায়। 

এ বিষয়ে সাব মিয়া বলেন, "আমরা চিকিৎসা শেষে মেডিকেল রিপোর্ট সংগ্রহ করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। অন্যদিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, আর ভিকটিমদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান

×