ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

তিতাসে শিবির সভাপতির পিতাকে কুপিয়ে জখম, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ, আটক ১

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি

প্রকাশিত: ১৭:৫৩, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৫৪, ২ এপ্রিল ২০২৫

তিতাসে শিবির সভাপতির পিতাকে কুপিয়ে জখম, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ, আটক ১

ছবি: সংগৃহীত।

কুমিল্লার তিতাস উপজেলায় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহীমের পিতা মো. স্বপন মিয়াকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করেছে কড়িকান্দি ইউনিয়নের কড়িকান্দি গ্রামের বাসিন্দা সফিক মিয়ার ছেলে মো. জসিম মিয়া। এ ঘটনায় মাহাবুব নামের একজনকে আটক করেছে তিতাস থানা পুলিশ।

বুধবার (২ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার কড়িকান্দি বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত স্বপন মিয়া উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের বাসিন্দা।

এ ঘটনার পর অভিযুক্ত জসিম মিয়াকে তিন ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে সকাল ১০টা থেকে দুপুর ১১টা পর্যন্ত এক ঘণ্টা গৌরীপুর-হোমনা আঞ্চলিক সড়ক অবরোধ করেন উত্তেজিত সাধারণ ছাত্র-জনতা ও স্থানীয় এলাকাবাসী। পরে তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদ দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক থেকে সরে যান এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৩১ মার্চ (সোমবার) রাতে কড়িকান্দি চকের একটি সরকারি পানির পাম্পের পাইপ লুটপাটের চেষ্টা করে জসিমসহ একদল সন্ত্রাসী। স্থানীয়রা বাধা দিলে তারা চলে যায়। এরপর পরদিন স্বপন মিয়া তাদের বিরুদ্ধে অবস্থান নেন, যা জসিমের দল মেনে নিতে পারেনি। এর জেরে তারা স্বপন মিয়ার জমির ভুট্টাক্ষেত কেটে নষ্ট করে দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার পর বুধবার সকালে স্বপন মিয়া বাজারে গেলে জসিম মিয়া তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা স্বপন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, "সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলি। তাদের দাবি বিবেচনায় নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিই। ইতোমধ্যে মাহাবুব নামের একজনকে আটক করা হয়েছে, এবং জসিমকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।"

সায়মা ইসলাম

×