
ডাকাতির হুমকি দিয়ে অজ্ঞাত চিঠি
"আমরা ১৫-০৪-২০২৫ তারিখে আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু"—এই বাক্য লিখে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূঁইয়া ও দলিল লেখক আব্দুর রউফ ভূঁইয়ার বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে অজ্ঞাত চিঠি দেওয়া হয়েছে।
গত ২৫ মার্চ এই হুমকি সংবলিত চিঠি প্রথম পাঠানো হয়। এরপর আবারও মঙ্গলবার (১ এপ্রিল) গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা একই ধরনের হুমকি দিয়ে সাদা কাগজে লিখে বাড়ির দেয়ালে টানিয়ে রাখে।
এই ঘটনা দেখে সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূঁইয়া ও দলিল লেখক আব্দুর রউফ ভূঁইয়া বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানান। পরবর্তীতে তারা সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমানকে অবহিত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী হাজী আমির হোসেন ভূঁইয়া বলেন, "গত ২৫ মার্চ অজ্ঞাত ব্যক্তিরা আমার বাড়ি ও দলিল লেখক আব্দুর রউফের বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে চিঠি ফেলে যায়। এরপর আবারও মঙ্গলবার গভীর রাতে আমাদের বাড়ির দেয়ালে লিখে রাখে—'আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু, তোদের কাছের মানুষ।' এই ঘটনায় আমরা পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি। আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই, তবে জায়গা-জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে একটি মামলা চলমান রয়েছে।"
এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান জানান, "চিঠির মাধ্যমে ডাকাতির হুমকি সংক্রান্ত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সায়মা ইসলাম