ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে  উৎপাদিত ১৭ হাজার টন খাদ্য

কূট‌নৈ‌তিক রি‌পোর্টার ।।

প্রকাশিত: ১৫:১২, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:১৩, ২ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে  উৎপাদিত ১৭ হাজার টন খাদ্য

চল‌তি সপ্তাহে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৭ হাজার মেট্রিক টন গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তা বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছেছে।

বুধবার ঢাকাস্থ মা‌র্কিন দূতাবা‌সের প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জানা‌নো হয়ে‌ছে ।

‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়ে‌ছে, আমেরিকান কৃষকদের দ্বারা উৎপাদিত এই খাদ্য বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে দশ লক্ষেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে জরুরি সহায়তার অংশ হিসেবে সরবরাহ করা হবে।

যুক্তরাষ্ট্রের সহায়তার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছে পর্যাপ্ত সাহায্য পৌঁছানো নিশ্চিত করার জন্য, আমরা অন্যান্য দাতা এবং আন্তর্জাতিক অংশীদারদের সাথে দায়িত্ব বন্টনের মাধ্যমে  আরো  বেশি সহায়তা সরবরাহ করতে উৎসাহিত করছি।

সজিব

×