ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মুকসুদপুর রেলস্টেশনে প্রকৃতিপ্রেমীদের ভিড়

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩:৪৬, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:৫৯, ২ এপ্রিল ২০২৫

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মুকসুদপুর রেলস্টেশনে প্রকৃতিপ্রেমীদের ভিড়

মুকসুদপুর উপজেলা সদর হতে ২ কিলোমিটার দূরত্বে মুকসুদপুর রেলস্টেশন। তার কিছুটা দূরে ঢাকা-খুলনা মহাসড়ক। চারপাশে সবুজের সমারোহ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মুকসুদপুর রেলস্টেশনে।

পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতে মুকসুদপুর রেলস্টেশনে দেখা গেছে প্রকৃতিপ্রেমীদের ভিড়।

প্রতিদিন বিকেল হলেই প্রাকৃতিক মনোরম পরিবেশ মুকসুদপুর রেলস্টেশনে নির্মল বাতাসে গা ভাসিয়ে দিতে নারী, পুরুষ, ছেলেবুড়ো সব বয়সী মানুষে এখানে ছুটে আসেন। স্নিগ্ধ সমীরণ ঢেলে ক্লান্তি দূর করে প্রাণ জুড়িয়ে দেয় প্রকৃতি প্রেমীদের।

গতকাল বিকালে স্ত্রী ও সন্তানকে নিয়ে মুকসুদপুর রেলস্টেশনে আসেন শিক্ষক দম্পত্তি কামরুল ইসলাম। চিত্ত বিনোদনের জন্য মুকসুদপুর রেলষ্টেশনের চেয়ে সুন্দর আর কোনো জায়গা নেই জানান তিনি।

স্কুল পড়ুয়া মৌরিন, হৃদিতা, রোদশি, দোলা বলেন, ছুটির দিনে আমরা এখানে স্নিগ্ধ মনোরোম পরিবেশে ছুটে আসি। এখানকার  দৃশ্য দেখে মন জুড়ে যায়।

সমাজসেবী  রুদ্র কমল বলেন, প্রতিটি মানুষের কাজের পাশাপাশি চিত্ত বিনোদনের প্রয়োজন আছে। আর বিনোদনের জন্য  মুকসুদপুর রেলস্টেশন এর মতো সুন্দর জায়গা আর হয় না। নির্মল বিনোদন উপভোগ করতে মানুষ মুকসুদপুর রেলষ্টেশনে আসে।

সজিব

×