
ছবি সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ধর্ষণের অভিযোগে আঃ রহমান (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার সহযোগী রাতুল (১৯) পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ঈদের দিন (৩১ মার্চ) ধর্ষক আঃ রহমান ওই এলাকার বর্ণিচর গ্রামের ১৮ বছর বয়সী এক মেয়েকে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে গুনবহা শফিউদ্দিন স্কুল এন্ড কলেজের ভিতরে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।
এ সময় মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে পাশের একটি বাড়িতে নিয়ে চেতনা ফেরানোর চেষ্টা করা হয়। তার চেতনা না ফিরলে মেয়েটিকে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর তার চেতনা ফিরলে বোয়ালমারী থানার পুলিশ ভিকটিমকে উদ্ধার করে।
মঙ্গলবার রাতে (১ এপ্রিল) পুলিশ এলাংখালী এলাকা থেকে আঃ রহমানকে গ্রেপ্তার করে। তবে তার সহযোগী রাতুল পলাতক রয়েছে এবং তার গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ।
বোয়ালমারী থানার ওসি মোঃ মাহমুদুল হাসান জানিয়েছেন, "ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে এবং ধর্ষক আঃ রহমান গ্রেপ্তার করা হয়েছে। তার সহযোগী রাতুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।"
আশিক