
ছবি: সংগৃহীত
ছেলে সন্তান নবজাতকটি কার? চারিদিকে প্রশ্ন আর প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে পুকুরে ভেসে থাকা নবজাতকের নিথর দেহের ছবিসহ পোষ্ট করেছেন অনেকেই। ঘটনাটি আজ বুধবার (২ এপ্রিল) নীলফামারীর ডোমার উপজেলার পূর্ব বোড়াগাড়ী কলেজপাড়া গ্রামের।
সাত সকালে একটি পুকুরে ওই নবজাতকের নিথর ভেসে থাকা অবস্থা দেখতে পেয়ে মানুষজন ফেসবুকে এমন পোষ্ট করেছেন। কেউ লিখেছেন যার জন্মটাই পাপ দিয়ে সৃষ্টি। যেমন : পতিতালয়ে জম্ম, পরকীয়ার ফলে, অবৈধ প্রেমে জম্ম।
কিন্ত অনেকে হতাশ হয়ে এই শব্দটা ব্যবহার করেছেন জন্মই যেন আজন্ম পাপ। আরেকজন লিখেছেন আমরা স্বাধীন দেশের সৃষ্টির সেরা মানুষ। শ্রেষ্ঠ নবীর উম্মত। শিক্ষিত, আধুনিক তথ্য ও প্রযুক্তিনির্ভর, চিকিৎসা ও অন্যান্য যোগাযোগপ্রযুক্তি ব্যবস্থাসহ সবাই মিলেমিশে এ দেশে বসবাস করছি। সেখানে ওই নবজাতকের কি দোষ ছিল? তাকে জন্ম দিয়ে পুকুরে ফেলে হত্যা করা হলো কেন? আল্লাহপাক আমাদের হেদায়েত দান করুন। এমন শতশত প্রশ্ন আর স্ট্যাটাস নবজাতকের নিথর দেহ কেন্দ্রীক।
ওই এলাকার মিজানুর রহমান জানান, সাত সকালেই নবজাতকের নিথর দেহটি পুকুরে ভাসতে দেখে ডোমার থানায়র ওসিকে কল দিয়ে অবগত করি। পুলিশ এসে নবজাতকের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেন।
তিনি জানান, ধারনা করা হচ্ছে অবৈধ সন্তান জন্ম দিয়ে কেউ হয়তো পুকুরে ফেলে দিয়ে নবজাতককে হত্যা করেছে। এটির বিচার হওয়া দরকার। তদন্ত করে বের করতে হবে কারা এটি করেছেন।
পুলিশ জানায়, আজ সকালে গ্রামের লোকজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পুকুরে নবজাতকের লাশ ভেসে থাকতে দেখেন। পরে গ্রামবাসী বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে থানায় নেয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, পুকুর থেকে নবজাতক ছেলে সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মায়মুনা