ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ট্রলার ডুবির ১৮ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গলাচিপা

প্রকাশিত: ১৩:৩২, ২ এপ্রিল ২০২৫

ট্রলার ডুবির ১৮ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

ছবি সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বুড়াগৌরাঙ্গ নদে ট্রলার ডুবে নিখোঁজের ১৮ ঘণ্টা পর জামাল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জামাল রতনদী-তালতলী ইউনিয়নের দক্ষিণ নিমহাওলা গ্রামের বাসিন্দা ও কালাম শরীফের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঈদ উপলক্ষে জামাল একদল যুবকের সঙ্গে পাশের উপজেলা দশমিনার পাতারচরে ফুটবল খেলতে গিয়েছিল। খেলা শেষে ফেরার পথে পাতাবুনিয়া গ্রামের কাছে বুড়াগৌরাঙ্গ নদে ট্রলারটি প্রবল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জামাল স্রোতের টানে তলিয়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করলেও রাতভর চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যায়নি।

রতনদী-তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম জানান, খবর পাওয়া মাত্রই স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। তবে রাতের অন্ধকার ও নদীর গভীরতার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।

গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা জানান, রাতভর চেষ্টা করেও জামালকে পাওয়া যায়নি। বুধবার (২ এপ্রিল) সকালে ডুবুরি নামানো হলে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ট্রলারটি ছোট ও অতিরিক্ত যাত্রী বহন করছিল। এ কারণেই এটি দুর্ঘটনার কবলে পড়ে।

গলাচিপা থানার পুলিশ জানিয়েছে,লাশ উদ্ধার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আশিক

×