ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মাধবপুরে ঈদের দিন স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ: 

প্রকাশিত: ১৩:২২, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:৪০, ২ এপ্রিল ২০২৫

মাধবপুরে ঈদের দিন স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

মাধবপুরে ঈদের দিন পারিবারিক কলহের জের ধরে আঙ্গুরা হত্যার আসামি স্বামী নাজমুল মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাতে মাধবপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সুধারাম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। নাজমুল উপজেলার হারিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।

উপজেলার মীরনগর গ্রামের নিহত আঙ্গুরার পিতা মোহাম্মদ আলীর অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী নাজমুল মিয়া তার মেয়ের ওপর নির্যাতন করত। এ নিয়ে একাধিকবার সালিশ-বিচার বৈঠক হয়েছে। গত সোমবার ঈদুল ফিতরের দিন সকালে আমাদের বাড়িতে ফোন করে নাজমুলের স্বজনরা জানায় আঙ্গুরা অসুস্থ। খবর পেয়ে গিয়ে দেখি, আঙ্গুরাকে খুন করে তার স্বামী নাজমুল মিয়া পালিয়ে গেছে। নাজমুল নেশাগ্রস্ত হয়ে টাকার জন্য প্রায়শই আঙ্গুরাকে মারধর করতো।

গত ৬ বছর আগে আঙ্গুরার বিয়ে হয়। তাদের ৫ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। অত্যাচার-নির্যাতন সহ্য করে আঙ্গুরা শিশু কন্যার ভবিষ্যৎ চিন্তা করে তার সংসার করেছে। কিন্তু নির্মমভাবে তাকে মেরে ফেলবে, আমরা চিন্তা করিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার এসআই শাহনুর ইসলাম জানান, আসামি নাজমুলকে আজ বুধবার হবিগঞ্জ বিচারিক আদালতে নেওয়া হয়েছে। বিচারকের কাছে তার রিমান্ডের আবেদন করা হবে।

আফরোজা

×