
"স্বেচ্ছায় করবো রক্তদান, বাঁচবে কোটি প্রাণ" এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের "মানিকপুর আদর্শ ছাত্র ও যুব সমাজ" এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মানিকপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জীবনের প্রয়োজনে রক্তদানে উদ্ধুদ্ধ করতে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করেছে 'মানিকপুর আদর্শ ছাত্র ও যুব সমাজ' নামে রক্তদাতাদের একটি সংগঠন।
তাদের এই কর্মসূচিতে রক্তের গ্রুপ জানতে ভিড় জমায় সাধারণ মানুষ। নিজেদের তত্ত্বাবধানে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়ে রক্তদানের নিবেদন জানান সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা হামিদা আক্তার বলেন, রক্তের গ্রুপ জানতাম না, কিন্তু এখানে আসার পর সংগঠনের কার্যক্রম দেখে মনে হলো নিজের এবং অন্যের প্রয়োজনে এটি জানার দরকার। রক্ত নিয়ে আরো বেশি সচেতন হলাম। তাদের এমন উদ্যোগ সবাইকে সচেতন করছে।
'মানিকপু আদর্শ ছাত্র ও যুব সমাজ' এমন আয়োজনকে স্বাগত জানান প্রশাসনসহ সচেতন মহল। সংগঠনের উদ্যোগে গ্রামের মানুষকে নিয়ে ভাবনার ফল স্বরূপই এমন আয়োজন বলে জানিয়েছে সংগঠনটির সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, ‘মানিকপুর আদর্শ ছাত্র যুব সমাজ' সব সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাদের বিশেষ উদ্যোগ গুলো আমাদের অনুপ্রাণিত করে। মানুষের জন্য নিজেদের উজার করে দেয়ার প্রবণতা দেখা যায় এই সংগঠনের সবার মধ্যে। সংগঠনের যে কোনো ভালো কাজে আমাদের সহযোগিতা থাকবে সব সময়।’
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আলী, দায়িত্বশীল সদস্য ও নিয়মিত রক্তদাতা সুমন, আনিস, আশরাফুল, ইকবাল, আরিফ,হাফিজসহ আরো অনেকে।
সজিব