
চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের সংর্ঘষে নিহত বেড়ে ১০জন হয়েছে। ঘটনাস্থলে ৭জন, স্থানীয় হাসপাতালে ১জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
দোহাজারী হাইওয়ে পুলিশ জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া মাজার গেইট এলাকায় যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৭জন মারা যান।
হাইওয়ে পুলিশের ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করলেও বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন ছয়জন। খবর পেয়ে তৎক্ষণাৎ লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
সজিব