ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

শাজাহানপুরে বিএনপি নেতার ছেলের হামলায় আহত নৈশ প্রহরী

মাহফুজ মন্ডল, বগুড়া

প্রকাশিত: ১২:০৬, ২ এপ্রিল ২০২৫

শাজাহানপুরে বিএনপি নেতার ছেলের হামলায় আহত নৈশ প্রহরী

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে হামলার শিকার হয়েছেন এক নৈশ প্রহরী। এ হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা নুরুল আজাদের ছেলে মুক্তার হোসেনের বিরুদ্ধে।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহত নৈশ প্রহরী বাচ্চু মিয়াকে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, "সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সময় এমন হামলা অনাকাঙ্ক্ষিত। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

এ বিষয়ে অভিযুক্ত মুক্তার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সজিব

×