
চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের লোহাগাড়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭জন যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বুধবার সকালে কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের একটি বাস লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া মাজার গেইট এলাকায় পৌছলে চট্টগ্রামমুখী যাত্রী আরেকটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি ধুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে ৭জন যাত্রী নিহত হন এবং আরো ৩জন আহত হন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন, বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০জন হতাহত হয়েছেন। এর মধ্যে ৭জন নিহত হয়েছে। বাস ও মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।
সজিব