
ছবিঃ সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুইদিন পর আকাশ নামে এক হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০১ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের পাশের দরগা পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকাশ ঝিলিম ইউনিয়নের আমনুরা বালিকা পাড়ার মৃত আয়নাল হকের ছেলে।
নিহতের ছোট ভাই আশিক জানান, গত রবিবার (৩০ মার্চ) রাতে হোটেলের কাজ শেষে ঈদের বাজার নিয়ে বাড়ি আসবে বলে ফোনে পরিবারের সঙ্গে কথা হয়। এরপর আমার ভাই নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে একজন এসে জানায় পুকুরে কি যেন ভাসছে। পরে দেখা যায় আমার ভাইয়ে মরদেহ ভাসছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এএনএম ওয়াসিম ফিরোজ জানান, ঝিলিম ইউনিয়ন পরিষদের পাশে দরগা পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে এ ঘটনার আসল কারণ।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
ইমরান