
ছবি: সংগৃহীত
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভরপাশা দুধলমৌ আর্শেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ছাত্রী ও শিক্ষকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম।
দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী, শিক্ষকগণ ও অভিভাবকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কাঞ্চন আলী হাওলাদার।
প্রাক্তন শিক্ষার্থী মোঃ নুর হাকিম হাওলাদার, মোঃ মোস্তাফিজুর রহমান মিথুন খান ও পারিসা আক্তার তুলির যৌথ সঞ্চালনায় ও বিশিষ্ট শিক্ষাবিদ ও দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক বাবু প্রফুল্ল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
মিলনমেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) আলহাজ্ব কেরামত আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক খান।দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাবিবুর রহমান, বিদ্যালয়ের সাবেক সিনিয়র ইংরেজি শিক্ষক মোঃ মোশারফ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী ও প্রাক্তন শিক্ষার্থী বাবু পুলক চন্দ্র দাস।
প্রাক্তন শিক্ষার্থী ও পেট্রোবাংলার ব্যাবস্থাপক মোঃ শাহীন মৃধা। বাকেরগঞ্জ জে এস ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান খান, অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ মজিদ হাওলাদার। আলহাজ্ব মকবুল আহমাদ হাওলাদার। বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার বেগম। ভরপাশা ইউনিয়ন সোসাইটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শাহীন।
বিশিষ্ট সমাজ সেবক গাজী গিয়াস উদ্দিন, গাজী আক্তার হামিদ গামা, প্রাক্তন শিক্ষার্থী মাহমুদ খান সুমন,হাসিবুর রহমান বাদল, শাহজাহান গাজী, সাহাদাত হোসেন হাওলাদার। মোঃ সালাউদ্দিন মন্টু, গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম রিয়াদুল আলম। উত্তর পশ্চিম দুধলমৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা রুনা লায়লা,প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাবু প্রফুল্ল কুমার দাস দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এমন মিলনমেলায় আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, "আমি অত্যন্ত আনন্দিত হলাম, আমার শিক্ষার্থীদের ও সহকর্মীদের এবং সম্মানিত অভিভাবকদের দেখতে পেয়ে। আমি আশির্বাদ ও দোয়া করি শিক্ষার্থীদের জন্য যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।"
আসিফ