
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে প্রাক্তন ও বর্তমান সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র শিবির কলাপাড়া উপজেলা সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল খালেক ফারুকী, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা মুর্শিদুল আলম এবং কলাপাড়া উপজেলা ফোরাম ঢাকা-এর সভাপতি হাবিবুর রহমান বাবুল।
অনুষ্ঠানে বক্তারা আগামীর কলাপাড়া বিনির্মাণে নানা ধরনের পরামর্শ তুলে ধরেন। তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের উপর গুরুত্বারোপ করেন।
ঈদ পুনর্মিলনী শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইমরান