ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

পুকুরে ধরা পড়লো ৯ কেজির কোরাল, ৮ হাজার টাকায় বিক্রি!

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ০০:৫৭, ২ এপ্রিল ২০২৫

পুকুরে ধরা পড়লো ৯ কেজির কোরাল, ৮ হাজার টাকায় বিক্রি!

ছবিঃ সংগৃহীত

কলাপাড়ায় ধুলাসার ইউনিয়নের বড়হরপাড়া গ্রামের বাসিন্দা সাইমুন ইসলাম সাইফুল্লাহর পুকুরে ৯ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। 

মঙ্গলবার (০১ এপ্রিল) দুপুরে এ মাছটি ধরা পড়ে। মাছটি ৯২০ টাকা কেজি দরে ৮ হাজার ২শ’ ৮০ টাকায় বিক্রি করা হয়। এ সময় মাছটি দেখতে স্থানীয়রা ভিড় জমান।

সাইমুন ইসলাম সাইফুল্লাহ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে পুকুরে কোরাল মাছের চাষ করে আসছি। প্রায়ই মাছ ধরে বিক্রি করি। আজকে অন্য মাছের সঙ্গে বড় সাইজের এই মাছটি ধরা পড়ে। মাছটি ৮২৮০ টাকায় বিক্রি করে তিনি খুব খুশি। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পর্যাপ্ত খাবার পেলে এ মাছ বছরে গড়ে সাড়ে ৩ কেজি থেকে ৪ কেজি পর্যন্ত বৃদ্ধি পায় । উপকূলের মৎস্য চাষীরা সঠিক পরিমাণ উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে কোরাল চাষ করলে বেশি লাভবান হবেন।

ইমরান

×