ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

এদেশে বিনা ভোটের নির্বাচন আর হবে না,জনগণের প্রত্যক্ষ ভোটে হবে: সেলিমুজ্জামান সেলিম

মোঃ আশরাফুজ্জামান, (কাশিয়ানী) গোপালগঞ্জ:

প্রকাশিত: ০০:২৩, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:৩১, ২ এপ্রিল ২০২৫

এদেশে বিনা ভোটের নির্বাচন আর হবে না,জনগণের প্রত্যক্ষ ভোটে হবে: সেলিমুজ্জামান সেলিম

ঈদুল ফিতর উপলক্ষে কাশিয়ানী উপজেলার নড়াইল ও ব্যাসপুর বাসস্ট্যান্ডে পথ সভায় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন,এদেশে আর বিনা ভোটের নির্বাচন হবে না,জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হবে। গত তিনটি নির্বাচনে সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

তিনি আরো বলেন, তিন বারের সফল সাবেক প্রধান মন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আগামীর ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জনসভায় উপস্থিত সকল নেতা কর্মীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের সংগ্রামী  শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারন করে  রাজনিতি করে আসছি গত ১৬ বছর পর এবারের ঈদ আমার কাছে সত্যিই আনন্দের।

সেলিমুজ্জামান বলেন,দীর্ঘ ১৬ বছর পরে আজ আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে মিছিল মিটিং করতে পারছি যা গত জুলাই বিল্পবের আগে ও ছিল কল্পনা। গোপালগঞ্জ জেলা  ৬৪ টি জেলার থেকে আলাদা নয়। ফেসবুক পোস্ট ও গুজবে কান দিয়ে সাধারণ মানুষের বিপদ ডেকে আনবেন না।শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও শেখ পরিবারের সদস্যদের নিয়ে এদেশ থেকে পালিয়ে গেছে। যেসব ফ্যাসিস্ট ও স্বৈরশাসক  দেশ থেকে একবার পালিয়ে যায় তারা আর ২০- ৩০ বছরে ফিরে আসে না।

তিনি জানান,চলমান গণতান্ত্রিক আন্দোলন সফল করার মধ্যে দিয়ে  এদেশে আবারও গনতন্ত্র প্রতিষ্ঠা পাবে।একটি দলের নেত্রী তার নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন। তিনি এদেশে ফিরে আসবেন, নির্বাচন করার জন্য নয়। তার কৃত কর্মের সাজা খাটতে। দীর্ঘ ১৮ বছর একটি দল বিনা ভোটের নির্বাচনে রাষ্ট্র পরিচালনা করেছেন।

এদেশে আর বিনা ভোটের নির্বাচন হবে না বলে সেলিমুজ্জামান জানান, জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হবে। গত তিনটি নির্বাচনে সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।আমার দল যদি সরকার গঠন করতে পারে তাহলে কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার উন্নয়নে শিক্ষা, আইন শৃঙ্খলা ও যোগাযোগের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম আজ সন্ধ্যা ৭ টার সময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাশিয়ানী উপজেলার নড়াইল ও ব্যাসপুর বাসস্ট্যান্ডে পথ সভায় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় আর উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, মহেশপুর ইউনিয়ন ভিত্তির সভাপতি সদর চৌধুরী ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান, জয়নগর হাই স্কুলের সাবেক ভারপত্রের প্রধান শিক্ষক হাফিজুর  রহমান খান,ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, জিয়াউদ্দিন খান দুঃখু সহ মহেশপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। 

আফরোজা

×