
ছবিঃ সংগৃহীত
পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রী ও যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।খবর পেয়ে দুইজনকেই থানা পুলিশ উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ( ১ এপ্রিল) সকালে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মোড়াকাঠী গ্রামের ফরাজী বাড়িতে। ভিডিও চিত্রে দেখা গেছে, বাড়ির একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ওই বাড়ির সৌদি প্রবাসীর স্ত্রী এবং এক যুবককে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে।
একপর্যায়ে এক ব্যক্তি ওই নারী এবং যুবককে লাঠি দিয়ে বেধরক পেটাচ্ছে। নারীকে বাঁধার সময় অনেক অনুনয় বিনয় করেও সে রক্ষা পায়নি। নির্যাতনের শিকার গৃহবধু ওই বাড়ির সৌদি প্রবাসী আশ্রাফুল ইসলাম মিন্টুর স্ত্রী এবং তার পরকীয়া প্রেমিক গৌরনদীর উত্তর পালরদী গ্রামের আকবর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন।
স্থানীয় একাধিক ব্যক্তিরা জানিয়েছেন, সৌদি প্রবাসী আশ্রাফুল ইসলাম মিন্টুর স্ত্রী দীর্ঘদিন যাবত পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছে। মঙ্গলবার সকালে ওই যুবক প্রবাসী মিন্টুর মোড়াকাঠীস্থ বাড়িতে এসে অসামাজিক কাজে লিপ্ত হয়। এরপরই ক্ষুব্ধ এলাকাবাসী তাদেরকে আটক করে।
তবে আটক যুবক সাদ্দামের বাবা আকবর হোসেন জানিয়েছেন, গত কয়েকদিন পূর্বে তার দোকান থেকে সেলাই মেশিন ক্রয় করেন ওই নারী। মেশিনের মটর খারাপ হওয়ায় নষ্ট মটর ঠিক করার জন্য তার ছেলেকে ডেকে নেয় ওই নারী।এরপর বাড়ির লোকজন তার ছেলের ওপর মিথ্যে অপবাদ দিয়ে নির্যাতন চালিয়েছে। তার ছেলে নির্দোশ বলেও তিনি (আকবর) দাবী করেন।
তবে নির্যাতিত নারী এবং যুবক সাদ্দাম পুলিশ হেফাজতে থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, পরকীয়ার সম্পর্ক হাতেনাতে ধরে ফেলায় স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছেন। বর্তমানের দুজনই পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মারিয়া