
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরে মোটরসাইকেলের ব্যাটারি ক্রয়কে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে ২ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে শতাধিক লোকজন আহত হয়েছেন। আহতদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) মিরপুর বাজারে সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত। প্রথমে পুলিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রাত সাড়ে ৯টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আকাশের সাথে চারগাঁও গ্রামের একজনের ব্যাটারি ক্রয় নিয়ে কথাকাটাটি হয়। এ বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে জানাজানি হলে পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মিরপুর বাজারে কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সংঘর্ষে তিনজন পুলিশ আহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
আফরোজা