ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

হাতিয়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া

প্রকাশিত: ২৩:৩৬, ১ এপ্রিল ২০২৫

হাতিয়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মানববন্ধন

ছবিঃ সংগৃহীত

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’, ‘বাঁচার মতো বাঁচতে চাই, নিরাপদ সড়ক চাই’—এ জাতীয় নানা ধরনের স্লোগান দিয়ে হাতিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়কের দাবিতে হেলমেট পরে মানববন্ধন করেছেন জাহাজমারা সামাজিক সংগঠন ঐক্য পরিষদ।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ওছখালী প্রধান সড়ক, হাতিয়া থানার সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আমরা জাহাজমারা বাসী সংগঠনের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ, মানবিক হাতিয়া সংগঠনের সভাপতি ডা. মো. জসিম উদ্দিন, জাহাজমারা ফাউন্ডেশন সভাপতি মাহবুব রাহমানী, দ্বীপাঞ্চল হাতিয়া এডমিন জুয়েল রানা, চরহেয়ার ফাউন্ডেশন পরিচালক জুলিয়ান ওয়াহিদ, স্থানীয় জনকল্যাণ সমিতি সভাপতি আবদুল হান্নানসহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাতিয়ায় মোটরসাইকেল, ট্রাক্টর, পাওয়ার টিলার, সিএনজি, যাত্রীবাহী বাসগুলোর কারণে প্রতিনিয়তই বেড়ে চলছে সড়ক দুর্ঘটনা। চালকরা এসব গাড়ি চালানোর সময় কোনো তোয়াক্কা করে না। খেয়াল-খুশি মতো সড়কে পার্কিং করায় সৃষ্টি হয় লম্বা যানজট। অনেক মেধাবী তরুণ এবং পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারান, যা পরিবার এবং দেশের জন্য ক্ষতিকর। অতিদ্রুত এই দুরারোগ্যের হাত থেকে সবাইকে বাঁচানোর জন্য এখনই পদক্ষেপ নিতে হবে।

এর আগে সংগঠনের সদস্যরা উপজেলার প্রতিটি বাজারে ব্যবসায়ী এবং গাড়ি চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ করেন।

মানববন্ধন শেষে মানববন্ধনকারীরা হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদার সাথে দেখা করেন। এসময় রাস্তায় হেলমেটবিহীন মোটরসাইকেল, দিনের বেলা ট্রাক্টর ও পাওয়ার টিলার চলা, সহ নিরাপদ সড়কের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
 

মারিয়া

×