
ছবিঃ সংগৃহীত
মুকসুদপুরে রেলস্টেশনে যাত্রা বিরতির জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে মুকসুদপুর রেলস্টেশনে সরকারি তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজের সার্বিক ব্যবস্থাপনায় মুকসুদপুরবাসী এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মহসিন সরদার, পৌর বিএনপির সহ-সভাপতি মো: সাহিদ সরদার, যুগ্ম সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মুন্সী, সরকারি তিতুমীর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ইসলামী আন্দোলনের মুকসুদপুর শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মোশাররফ, ইমাম মাহমুদুল হাসান, ব্যবসায়ী মোঃ দাউদ মোল্লা প্রমূখ।
বক্তারা অবিলম্বে মুকসুদপুর রেলস্টেশনে যাত্রা বিরতির দাবি জানান। তা না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তাঁরা।
উল্লেখ্য, ২৪শে ডিসেম্বর মঙ্গলবার থেকে জাহানাবাদ এক্সপ্রেস ৮২৫/২৬ খুলনা-ঢাকা এবং রূপসী বাংলা এক্সপ্রেস ৮২৭/২৮ নামে দুই জোড়া ট্রেন পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ ধরে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা-খুলনা ও বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে নতুন এক জোড়া করে মোট দুই জোড়া ট্রেন যাতায়াত শুরু করে।
বিগত সরকারের আমলে এই এলাকার জনগণকে ট্রেন যোগে যাতায়াতের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ট্রেন লাইন স্থাপনের কার্যত্রুম শুরু করেছিল। মুকসুদপুরে স্টোপেজ না থাকায় সাধারন মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মুকসুদপুরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষ বিভোর স্বপ্ন নিয়ে রয়েছে এখান থেকে ট্রেন করে ঢাকা যাবে আবার ঢাকা হতে ট্রেন করে বাড়ী ফিরবে। কেউ কেউ আবার যশোর, বেনাপোলসহ দেশের বিভিন্ন স্থানে ট্রেন যাতায়াত করবে।
ইমরান