ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের ঈদ আনন্দমুখর হয়ে উঠেছে: প্রিন্স

নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট, ময়মনসিংহ।

প্রকাশিত: ২৩:০১, ১ এপ্রিল ২০২৫

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের ঈদ আনন্দমুখর হয়ে উঠেছে: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের ঈদ আনন্দমুখর হয়ে উঠেছে। দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ গণতন্ত্র ফিরিয়ে এনে এই আনন্দকে অর্থবহ ও অনাবিল করতে হবে। তিনি বলেন, আগামী দিনে আরও বৃহৎ পরিসরে তার পক্ষ থেকে ঈদ আনন্দ আয়োজন করা হবে।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হালুয়াঘাট পৌর শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, জামায়াতসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, আলেম, ওলামা, ব্যবসায়ী, আইনজীবী, বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি, হিন্দু, খ্রিস্টান, গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বেসরকারি ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত সকলকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান। জেলা পরিষদের ডাক বাংলোর সবুজ চত্বরে আলো ঝলমলে পরিবেশে ঈদের গানের মূর্ছনায় ঈদ সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, সদস্য সচিব আবদুল আজিজ খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, আবদুল হাই, শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আফরোজা

×