
ছবিঃ সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর-জিয়ারকান্দি ব্রীজের গোমতী নদীর পাড় থেকে খোকন মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ৷
মঙ্গলবার (০১ এপ্রিল) বিকালে উপজেলার গৌরীপুর বাজারের জিয়ারকান্দি ব্রীজের গোমতী নদীর নিচ থেকে খোকন মিয়া (২৭) নামে এক যুবকের লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ৷
নিহত খোকন মিয়া তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়নের নাগেরচর দূর্গাপুর গ্রামের হক মিয়ার ছেলে। খোকন মিয়া পেশায় ঠিকাদারি কাজ করতেন।
দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী নিহত যুবক খোকন মিয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ৷
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হেলাল উদ্দিন জানান, স্থানীয় কয়েকজন লাশ দেখতে পেয়ে ফাঁড়ি থানায় খবর দিলে আমরা লাশের সুরতহাল রির্পোট তৈরী করে থানায় নিয়ে আসি ৷ তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ৷
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে আমি সঙ্গে সঙ্গে এস আই হেলাল উদ্দিনকে ফোর্স দিয়ে ঘটানাস্থলে পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি ৷ নিহত খোকন মিয়ার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ৷ তবে ময়নাতদন্তের রির্পোট আসার পর প্রকৃত ঘটনা উদঘাটন করা সমম্ভ হবে ৷
ইমরান