
ছবিঃ সংগৃহীত
এপ্রিলের শুরুতেই তাপমাত্রায় আগুনের হল্কা ছড়িয়ে পড়ছে। এতে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পুরো এপ্রিল মাসে গরমে হাঁসফাঁস অবস্থা সৃষ্টি করার আভাস ফুটে উঠেছে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে।
আজ মঙ্গলবার (১ এপ্রিল) দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশে ২ থেকে ৪টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ।
এমন আবহাওয়া পূর্বাভাসের ইঙ্গিতে দেখা যায় উত্তরাঞ্চলের নীলফামারীর সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। অপর দিকে দক্ষিণ বঙ্গের যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা দেখানো হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলের অন্যান্য জেলার মধ্যে বিভাগীয় শহর রংপুরে ৩৫.৫, দিনাজপুরে ৩৫.৭, কুড়িগ্রামের রাজারহাটে ৩৬.২ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩৪.২ ও নীলফামারীর ডিমলায় ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে উত্তরাঞ্চলের বাতাসের মৃদু আগুনের হল্কা বয়ে যাচ্ছে। খেত-খামারে কৃষকদের কাজকর্মে হাঁসফাঁস অবস্থা। রিক্সা, ভ্যান চালক ও শ্রমজীবী মানুষজন হাফিয়ে উঠে। এখনি তাপের কারণে মাথার ঘাম পায়ে পড়ছে।
আবহাওয়ায় নদ-নদীর অবস্থায় বলা হয়েছে, এপ্রিল মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে এই অঞ্চলের নদ-নদীর পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।
এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়।
সূত্র মতে বিভিন্ন মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমন্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়ার মানচিত্র ও জলবায়ু মডেল বিশ্লেষণ করে এপ্রিল মাসের জন্য এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিসের বিশেষজ্ঞ কমিটি।
ইমরান