ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

বোয়ালমারীতে সেপটিক ট্যাংকি নির্মাণ করতে গিয়ে বালু চাপায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর 

প্রকাশিত: ২১:৫০, ১ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৫৪, ১ এপ্রিল ২০২৫

বোয়ালমারীতে সেপটিক ট্যাংকি নির্মাণ করতে গিয়ে বালু চাপায় শ্রমিকের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

বোয়ালমারীতে সেপটিক ট্যাংকি নির্মাণ করার সময় বালু চাপা পড়ে হাফিজুর রহমান (২৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (০১ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে পৌরসভার স্টেডিয়াম মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক হাফিজুর রহমান উপজেলার ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, পৌর সদরের দক্ষিণ শিবপুর এলাকায় স্টেডিয়াম মাঠ সংলগ্ন মাহমুদ হোসেনের ভবনে কয়েক জন শ্রমিক সেপটিক ট্যাংকি নির্মাণের কাজ করছিলেন। এ সময় হাফিজুর রহমান বালুর নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার গুরুদাস সরকার জনকণ্ঠকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন সেপটিক ট্যাংকির বালুর নিচ থেকে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইমরান হোসেন বলেন, রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, নির্মাণাধীন সেপটিক ট্যাংকির কাজ করার সময় এক শ্রমিক নিহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইমরান

×