ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

বদলগাছীতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী

রানা হামিদ, বদলগাছী, নওগাঁ 

প্রকাশিত: ২১:৪১, ১ এপ্রিল ২০২৫

বদলগাছীতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী

ছবিঃ সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে জামায়াতে ইসলামীর আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনীতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত জামায়াত কর্মীরা এক বিশাল মিলনমেলায় পরিণত করেছে ।

মঙ্গলবার (০১ এপ্রিল) বেলা ১১ টার দিকে বদলগাছী জামায়াত অফিস চত্ত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী শাখার উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার আমির মাওলানা ইয়াসিন আলী'র সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ও ৪৮ নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী জামায়াতে ইসলামীর মনোনীত এম.পি পদপ্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা আহসান হাবিব এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা জামায়াত বাইতুলমাল সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম ও বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন নওগাঁ জেলার সভাপতি মো. জাহাঙ্গীর আলম।

এ সময় জামায়াতে ইসলামী নেতারা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। এই ধরণের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

পরিশেষে, গণর‍্যালীর মাধ্যমে উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

ইমরান

×