
প্রায় ৫৩০ বছরের পুরোনো মুন্সিগঞ্জের সিরাজদিখানের শেখরনগরে বাৎসরিক কালীপূজাকে ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছে। পূজাকে কেন্দ্র করে ঢাকার কেরানীগঞ্জ থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী মুন্সিগঞ্জের সিরাজদিখানের শেখরনগর শ্রী শ্রী মা রক্ষা কালী পূজায় যোগ দিতে আজ (১ এপ্রিল, মঙ্গলবার) সকাল থেকে কেরানীগঞ্জের সৈয়দপুর নদীর ঘাট থেকে বোটযোগে রওনা হন।
সনাতন ধর্মাবলম্বীসহ সকলের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিকেলে ঘাটে আসেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রিনাত ফৌজিয়া। এ সময় তিনি বলেন, "শেখরনগর ঋষি সমিতির উদ্যোগে বাংলা ৯০১ সন থেকে এ পূজা উদযাপিত হয়ে আসছে। কালীপূজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।"
৫০০ বছরের বেশি সময় ধরে চলমান এই ঐতিহ্যবাহী উৎসবে যোগ দিতে সকাল থেকেই কেরানীগঞ্জের সৈয়দপুর ঘাট এলাকায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষ উপস্থিত হন। যাতে তারা নিরাপদে পূজায় অংশগ্রহণ করতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
উপমহাদেশের লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বী ভক্ত এই পূজায় অংশ নেন, যার বেশিরভাগ যাতায়াত করেন কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের বিসিক সংলগ্ন সৈয়দপুর ঘাট দিয়ে।
এ সময় ইউএনও ঘাট ব্যবস্থাপনার লোকজনের সাথে যাত্রী ভাড়া সম্পর্কিত বিভিন্ন তথ্য নেন এবং ঘাটের সেবা প্রার্থীদের সাথেও কুশল বিনিময় করেন।
আফরোজা