
ছবিঃ চিকিৎসকদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন ও উপ স্বাস্থ্য কেন্দ্রের ১ জনসহ মোট ৪ চিকিৎসকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন রোগীসহ কয়েক'শ মানুষ মানববন্ধন করেছেন।
আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১০টায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে ১০ জন চিকিৎসক থাকার কথা সেখানে ছিল মাত্র ৪ জন। আর উপ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ১৫ জন চিকিৎসক থাকার কথা থাকলেও সেখানে ছিল মাত্র ৪ জন।
গত ২৭ মার্চ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক আদেশে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪ চিকিৎকের মধ্যে ডা. মোঃ মিরাজুল ইসলাম, ডা.মারজান আফরিন ও ডা. লমিয়া আফরিনসহ কনকদিয়া উপ স্বাস্থ্য কেন্দ্র থেকে ডা. তাসমিম তানজিলা ইসলামকে বদলি করা হয়।
এই বদলির কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক থাকে ১জন। সেই চিকিৎসক আবার ছুটিতে রয়েছেন। আজ (০১ এপ্রিল) মঙ্গলবার সকালে রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে কোন চিকিৎসক না পেয়ে দুর্ভোগের শিকার হন। এর ফলে তাৎক্ষনিক রোগীদের পক্ষ থেকে ব্যানার ছাপিয়ে এই বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেন। তাদের সাথে এলাকার লোকজনও যোগ দেন।
বাউফল উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় সাড়ে লাখ লোক রয়েছে। বিধি অনুযায়ি স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপ স্বাস্থ্য কেন্দ্রে সব মিলিয়ে মোট ২৫ জন চিকিৎসক থাকার কথা। সেখানে চিকিৎসক ছিল মাত্র ৮ জন। আর এই ৮ জনের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জনের মধ্যে ৩ জন ও উপ স্বাস্থ্য কেন্দ্রের ৪ জনের মধ্যে ১ জনকে একই আদেশে বদলি করা হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রউফ বলেন, গত ২৭ তারিখে যে অর্ডার হয়েছে তাতে আমার হাসপাতাল থেকে ৪ জন ডাক্তারকে বদলি করা হয়েছে । তাদেরকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পদায়ন করা হয়েছে । একসাথে এতগুলো ডাক্তারকে নিয়ে গেলে মাত্র ১ জন ডাক্তার দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স চালানো কঠিন হয়ে যাবে।
ইমরান