
বাংলাদেশে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবেনা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধানসিঁড়ি রিসোর্টে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনার্স-মাস্টার্স সমমানে অধ্যয়নরত দ্বীপ হাতিয়ার কৃতি সন্তানদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় তিনি বলেন, গত ৫ জানুয়ারি নির্বাচনের পর কেউ কোথাও মিছিল করতে পারেনি, আমরা ৬ জানুয়ারি মুষ্টিমেয় কয়েকজন মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছি। গত ৪ বছর আগ থেকে যখন অনেকে কথা বলা বন্ধ করে দিয়েছে তখনও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি। শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে গুলি খেয়ে তার দুইদিন পর আবারো রাস্তায় নেমেছি। নিজের জীবন বাজি রেখে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। তাই বাংলাদেশে আর কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবেনা।
তিনি আরও বলেন, আমার পাশেও যদি কোনো আওয়ামী লীগ থাকে তাহলে আপনারা আমাকে তাদেরকে চিহ্নিত করতে সহযোগিতা করবেন। কারণ আমার পাশে কেউ পিঠ বাঁচাতে, আবার কেউ পেট বাঁচাতে আসবে। আপনারা যদি বলেন, এই মানুষটি সাধারণ মানুষের উপর কখনো জুলুম করেছে বা অত্যাচার করেছে, সে যেই হোক তাকে আমি আমার পাশে রাখবো না। কোনো ধরনের সন্ত্রাসী, কোনো ধরনের অত্যাচারী আমার পাশে জায়গা পাবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাহাদ উদ্দিনের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেওয়াজ শরীফ ওয়াজেদ, আনিস মাহমুদ সাকিব, ইসমাইল হোসেন, আব্দুর রব নাসিম, তাহমিদ তাজওয়ার হোসাইন, তাওফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম কলেজের সমন্বয়ক তানভীর শরীফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়া প্রতিনিধি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউসুফ রেজা, ঢাকা জজ কোর্টের আইনজীবী মতিউর রহমান প্রমুখ।
বক্তারা আধুনিক হাতিয়া বিনির্মাণে আব্দুল হান্নান মাসুদের কাছে হাতিয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
আফরোজা