
সংস্কার এবং নির্বাচন আলাদা নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "সংস্কারের জায়গায় সংস্কার চলবে, নির্বাচনের জায়গায় নির্বাচনের কাজ চলবে। রাজনৈতিক দল হিসেবে আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করা। বিএনপি নির্বাচনের লক্ষ্য নিয়ে ৩১ দফা দিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছে।"
তিনি আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও শহরে তার নিজ বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরকে সরকারের বড় সাফল্য উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তাদের চিন্তাভাবনা পরিবর্তন করেছে। তারা এখন সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলছেন। চীন একটি সমৃদ্ধশালী দেশ। অর্থনৈতিক দিক থেকে তৃতীয় পর্যায়ে রয়েছে চীন। বাংলাদেশে চীনের বিনিয়োগ অনেক বেশি। তারা প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী দিনে দেশে উৎপাদন ও উন্নয়নে তারা বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাব্যঞ্জক।"
রাজনীতি বিষয়ে তিনি বলেন, "বর্তমান সরকার আমাদের ও জনগণের সমর্থন নিয়ে এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন। তারা দেশের রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের জন্য সংস্কার কমিশন গঠন করেছেন। সেই সংস্কারের বিষয়গুলো আমরা যথাযথভাবে পর্যালোচনা, পর্যবেক্ষণসহ পরীক্ষা করেছি এবং দলের পক্ষ থেকে আমাদের মতামত দিয়েছি। এটা নিয়ে তারা আগামীতে আবার আমাদের সঙ্গে বসবেন। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা হবে। এখানে ৬টি কমিশন গঠন করা হয়েছে। আমরা এই ৬টি কমিশনের মতামত দিয়েছি। এ বিষয়ে মতের ঐক্য হলে সেগুলো সামনে রেখে নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে।"
এছাড়াও তিনি প্রধান উপদেষ্টার দেওয়া তথ্য মতে চলতি বছরেই নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন।
এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফরুল্লাহ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আফরোজা