ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ফরিদপুরে তরমুজ  বিক্রিকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে জখম , গ্রেফতার ১

আবিদুর রহমান নিপু,ফরিদপুর

প্রকাশিত: ১৮:০৩, ১ এপ্রিল ২০২৫

ফরিদপুরে তরমুজ  বিক্রিকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে জখম , গ্রেফতার ১

ছবি : আবিদুর রহমান নিপু

ফরিদপুরে চক বাজারে তরমুজ ক্রয়- বিক্রয়কে কেন্দ্র করে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় জানা গেছে ।

 

 
শহরের চকবাজারে তরমুজ ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে তরমুজ বিক্রেতা আবুল হোসেন (৬৭) 
এবং ক্রেতা সবুজ(১৮) এর মধ্যে কথা কাটাকাটির হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ক্রেতা সবুজ পাশের দোকানদার হিরো তালুকদারের তরমুজ কাটার  'দা' দিয়ে আবুল হোসেনকে উদ্দেশ্য করে কোপ দিলে, তখন  আবুল হোসেন বসে পড়লে ঐ কোপ পাশে থাকা দোকানদার হিরু তালুকদারের নাকে মুখে  লেগে মারাত্মকভাবে আহত হয়।

 


খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালি থানা পুলিশ উপস্থিত হয়ে উক্ত সবুজকে গ্রেফতার করে।,
 আহত হিরু তালুকদার কে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আঁখি

×