
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ্ বলেছেন, ইসলামী ছাত্রশিবির এমন এক ধরনের মানুষ তৈরি করতে পারে যারা জীবনের পরোয়া না করে দেশের জন্য, ইসলামের জন্য ও মানুষের জন্য কিছু করতে পারে। আমরা মানুষ তৈরীর কারিগর। ইসলামী ছাত্রশিবিরের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজ নতুন এক বাংলাদেশ পেয়েছি।
তিনি আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নীলফামারী মডেল মসজিদ হলরুমে ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার আয়োজনে ছাত্রশিবিরের নীলফামারী জেলা শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার, নায়েবে আমির ড. খায়রুল আনাম, ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নীলফামারী সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ্, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক পাঠাগার সম্পাদক হাফেজ সাহাবুদ্দীন সরকার, সাবেক জেলা সভাপতি মিজানুর রহমান, এ্যাডভোকেট তৌহিদুর রহমান, হাফিজুর রহমান, আহমাদ রায়হান, জাকির হোসেন রঞ্জু প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলাম, রংপুর মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যক্ষ ওবায়দুল্লাহ্ সালাফী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ্ আরও বলেন, দেশে আমাদের স্বাধীনতা সেভাবে ছিল না। গত ১৫ বছর ধরে বাহিরের একটি দেশের পরামর্শে বাংলাদেশ চলত। আমাদের দেশের মন্ত্রীরা সে দেশে গিয়ে মাথানত করে তাদের বুঝাতো, “আমরা আপনাদের অনুগত, আপনাদের করুনায় আমরা টিকে আছি।” কিন্তু ২৪ এর গণবিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে ছাত্র সমাজ। তিনি বলেন, ২৪ এর অর্জনকে আগামীতে আমাদের ধরে রাখতে হবে।
মারিয়া