
ছবি: সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে নিরাপত্তা প্রহরীদের জিম্মি করে তাকওয়া ফুড প্রোডাক্ট নামে একটি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ডাকাতির ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
ডাকাতির খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাকওয়া কনজুমার ফুড লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কারখানা মালিক মোঃ ওসমান মাহমুদ ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে কারখানায় সংঘবদ্ধ ৭-১০ জন অস্ত্রধারী ডাকাতদল কারখানায় ঢুকে নিরাপত্তা প্রহরীদের জিম্মি করে সাড়ে ৩ লাখ নগদ টাকা ও কম্পিউটারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, কারখানার মালিক অভিযোগ করেছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ডাকাতদের শনাক্তে কাজ করছে।
মায়মুনা