
ছবি : অভিজিৎ রায়
ফরিদপুরের ভাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শিশুসহ ২জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকরী এই দুইজন হচ্ছে সাইমুন ইসলাম সুজাত (১০) ও ইয়াকুব আলী (৪০)। মঙ্গলবার (১লা এপ্রিল ) ভোর সাড়ে পাঁচটায় সুজাত ঢাকার পপুলার হাসপাতালে এবং মঙ্গলবার (১ লা এপ্রিল ) সকাল সাতটায় ইয়াকুব আলী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরমধ্যে সুজাত ভাঙ্গা কোর্টপাড় এলাকার সৌদি আরব প্রবাসী রিপন আহমেদের পুত্র। ইয়াকুব আলী ভাঙ্গার আলগী ইউনিয়নের শুকনি গ্রামের বাসিন্দা।
জানা যায়, নিহত মাদ্রাসা ছাত্র সুজাত গত ২৫ শে মার্চ, মঙ্গলবার তার আরও দুই বন্ধুর সাথে ঈদুল ফিতরে ফোটানোর জন্য বাজি কিনতে ভাঙ্গা থেকে মালিগ্রাম যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। এই দুর্ঘটনায় তার এক বন্ধু ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় সুজাতকে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হলে ৭দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার (১ লা এপ্রিল ) ভোর সাড়ে পাঁচটার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় এই হাসপাতালেই মৃত্যুবরণ করে।
এছাড়া ইয়াকুব আলী ঈদের দিন সন্ধ্যায় ঝাটুরদিয়া বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনের গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১লা এপ্রিল) সকাল সাতটার দিকে ঢাকায় মারা যান।
ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আঁখি