ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ভারতের ভিসা বন্ধ থাকায় অন্যান্য দেশে যেতেও বাড়ছে জটিলতা

প্রকাশিত: ১৩:৪১, ১ এপ্রিল ২০২৫

ভারতের ভিসা বন্ধ থাকায় অন্যান্য দেশে যেতেও বাড়ছে জটিলতা

ছবি: সংগৃহীত

থাইল্যান্ড ভিয়েতনাম ইন্দোনেশিয়া দুবাই বাংলাদেশিদের জন্য এখন জনপ্রিয় পর্যটন গন্তব্য। তবে ভিসা জটিলতায় ভুগছেন সাধারণ মানুষ। ভিসা এজেন্সিগুলো বলছে দীর্ঘদিন ধরে চলছে এই জটিলতা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন ভারতের ভিসা বন্ধ থাকায় অন্যান্য দেশগুলোর ওপর চাপ পড়ছে। এ সমস্যা সমাধানে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডে বেড়েছে বাংলাদেশিদের ভ্রমণ। পর্যটন ছাড়াও চিকিৎসার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশি যাচ্ছেন দেশটিতে। এ কারণে দেশটি সম্প্রতি ই ভিসা চালু করে। কিন্তু ১০ দিনের মধ্যে ভিসাপ্রাপ্তির সহজীকরণ করার কথা থাকলেও জটিলতা থেকে গেছে।

এজেন্সিগুলো বলছে অনলাইনে ভিসার আবেদন করার পর টাকা‌ জমা দিতে পারছেন না অনেকে। থাই ভিসার জন্য আবেদন করেও পেমেন্ট অপশনে গিয়ে আটকে যেতে হচ্ছে। পেমেন্ট করার সীমা ৪০০, সেখানে দেখা যাচ্ছে ৩০০০ এর উপরে আবেদন আসছে।

এদিকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় এক সময় অন অ্যারাইভাল ভিসা থাকলেও ভিয়েতনামে ইমিগ্রেশন এ্যাপ্রুভাল বন্ধ রয়েছে। ইন্দোনেশিয়ায় যেতেও লাগছে ভিসা আবেদন। ৫ আগস্টের পর থেকে বন্ধ রয়েছে দুবাইয়ের ভিসাও।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলছেন, মূলত ভারতের ভিসা বন্ধ থাকায় অন্য দেশগুলোর ওপর চাপ পড়ছে। তাই নির্ধারিত সম্পদের মাঝে থেকে ব্যবস্থাপনা করা একটু কঠিন হয়ে দাঁড়ায়।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, কোনো দেশ ভিসা প্রক্রিয়া বন্ধ করলে সম প্রক্রিয়া দেখাতে পারে অন্য দেশও। তিনি বলেন নিজেদের রিসোর্সের উপর গুরুত্ব দিতে হবে এবং স্থিতিশীলতা রাখতে হবে।

সূত্র: https://www.facebook.com/share/v/18ubpKMxLE/

মায়মুনা

×