ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ঈদের ছুটিতে ঘুরে আসুন মীরসরাইয়ের অপূর্ব পর্যটন স্বর্গে!

রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ১২:৫৩, ১ এপ্রিল ২০২৫

ঈদের ছুটিতে ঘুরে আসুন মীরসরাইয়ের অপূর্ব পর্যটন স্বর্গে!

ছবি : রাজিব মজুমদার

ঈদের ছুটিতে পাহাড়ের কোলে, ঝরনার স্নিগ্ধতায়, সমুদ্রের নীল জলরাশিতে হারিয়ে যেতে চা্ইেল ঘুরে আসতে পারেন চট্টগ্রামের মীরসরাইয়ে। এই মীরসরাই যেন প্রকৃতির এক অপূর্ব ক্যানভাস, যেখানে একসঙ্গে মিশে আছে সবুজ পাহাড়, ঝরনার নির্মল সুর, সমুদ্রের বিশালতা আর লেকের শান্ত সৌন্দর্য। একবার এলে পর্যটকরা হারিয়ে যাবেন এখানকার অপার মোহে! 

 


এখানে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া লেক, দেশের ষষ্ঠ সেচ প্রকল্প মুহুরি প্রজেক্ট, ডোমখালী সমুদ্র সৈকত, শিল্পনগর সমুদ্র সৈকত, খৈয়াছড়া ঝরনা, রূপসী ঝরনা, নাপিত্তাছড়া ঝরনা, বাওয়াছড়া লেক, বোয়ালিয়া ঝরনা, সোনাইছড়া ঝরনা, মেলখুম গিরিপথ, পর্যটকদের জন্য আকর্ষণীয় হিলসডেল মাল্টি ফার্ম ও মধুরিমা রিসোর্ট এবং আরশীনগর ফিউচার পাক।

 

 

মহামায়া লেক: প্রকৃতির সৌন্দর্যের আধার

দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। সবুজ পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা স্বচ্ছ নীল জলাধার, পাহাড়ি ঝরনা ও নৌকা ভ্রমণের সুবিধা এই লেককে করেছে আরও আকর্ষণীয়। পর্যটকদের জন্য এখানে রয়েছে কায়াকিং, ডিঙি নৌকা ও ময়ূরপঙ্খী নৌকার ব্যবস্থা। শহরের ব্যস্ততা থেকে মুক্তি পেতে হাজারো পর্যটক প্রতিদিন ভিড় করেন এখানে।

 

 

ডোমখালী সমুদ্রসৈকত: প্রকৃতির এক অপার লীলাভূমি

সবুজের সমারোহে ঘেরা ডোমখালী সমুদ্রসৈকত ম্যানগ্রোভ বন, কেওড়া, গেওয়া, সুন্দরীসহ নানা প্রজাতির গাছপালা দিয়ে আবৃত। এখানে ভ্রমণকারীরা সমুদ্রের গর্জন ও পাখির কলকাকলিতে এক অনন্য পরিবেশ অনুভব করতে পারেন। নির্মল বাতাস আর শান্ত সাগরের ঢেউ মনকে প্রশান্ত করে।

 

 

শিল্পনগর সমুদ্র সৈকত: জোয়ার-ভাটার অনন্য খেলা

বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা শিল্পনগর সমুদ্র সৈকত বর্তমানে পর্যটকদের অন্যতম গন্তব্য। জোয়ারের সময় সৈকতজুড়ে পানির ছলাৎ ছলাৎ শব্দ মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। বিশেষ করে বসুন্ধরা পয়েন্ট পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

 

খৈয়াছড়া ঝরনা: পাহাড়ি সৌন্দর্যের এক বিস্ময়

মীরসরাইয়ের অন্যতম জনপ্রিয় ঝরনা খৈয়াছড়া ঝরনা। চাঁদের আলোয় ঝরনার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে অনেকেই এখানে ক্যাম্পিং করেন। পাহাড়ের সবুজ প্রকৃতিতে ঘেরা এই ঝরনার বহুমাত্রিক সৌন্দর্য পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।

 

রূপসী ঝরনা: সহজ যাতায়াতের এক প্রাকৃতিক চমক

মীরসরাইয়ের অন্যতম সহজপথে পৌঁছানো যায় এমন ঝরনাগুলোর মধ্যে রূপসী ঝরনা বিশেষভাবে জনপ্রিয়। হরিণের ডাক, অচেনা পাখির কণ্ঠস্বর এবং ঘাসে ঢাকা উপত্যকা এই ঝরনাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

 

 

মুহুরি প্রজেক্ট: প্রকৃতি ও জীবিকার সম্মিলন

মুহুরি নদীর ওপরে গড়ে ওঠা দেশের ষষ্ঠ বৃহত্তম সেচ প্রকল্প মুহুরি প্রজেক্ট। এখানে রয়েছে অসাধারণ জলপ্রবাহের দৃশ্য, পাখিদের মেলা এবং জীবনের বৈচিত্র্যময়তা। মুহুরির চরে ডিঙি নৌকায় ভ্রমণের আনন্দ উপভোগ করা যায়।

 

বাওয়াছড়া লেক: স্নিগ্ধ সৌন্দর্যের মিতালি

প্রকৃতির এক অনন্য সৃষ্টি বাওয়াছড়া লেক। ঝরনার কোলঘেঁষে তৈরি কৃত্রিম লেকটির নৈসর্গিক সৌন্দর্য যে কোনো পর্যটককে মুগ্ধ করবে। পাহাড়ের সুউচ্চ চূড়া থেকে অনবরত ঝরে পড়া পানির স্রোত ও চারপাশের সবুজ বনানী এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে।

 

হিলসডেল মাল্টি ফার্ম ও মধুরিমা রিসোর্ট

করেরহাটে অবস্থিত হিলসডেল মাল্টি ফার্ম ও মধুরিমা রিসোর্ট প্রকৃতি প্রেমীদের জন্য এক চমৎকার গন্তব্য। এখানে রয়েছে হরিণের অভয়ারণ্য, সবুজের সমারোহ এবং দৃষ্টিনন্দন বাগান। পরিবার ও বন্ধুদের নিয়ে বনভোজনের জন্য এটি একটি আদর্শ স্থান।
আরশীনগর ফিউচার পার্ক : শিশুদের বিনোদন কেন্দ্র
নতুন আঙ্গিকে সাজানো হয়েছে চট্টগ্রামের মীরসরাই উপজেলার অন্যতম বিনোদনকেন্দ্র আরশিনগর ফিউচার পার্ক। এবারের ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন এই পর্যটনকেন্দ্রে। বিশেষ করে শিশুদের বিনোদনের জন্য এই পার্কে নানা রাইড স্থাপন করা হয়েছে। রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এখানে রয়েছে থাকার জন্য কটেজ, খেলার রাইডার, চকলেট শপ, রেস্টুরেন্ট, ফুডজোন, কৃত্রিম লেক, অনেক রাইড। বিশেষ করে শিশুদের বিনোদনের জন্য অন্যতম স্পট এটি। বাচ্চাদের জন্য রয়েছে মেরি-গো-রাউন্ড, বেবি ট্রেন সহ প্রায় অর্ধশত ভাস্কর্য ও রাইডস। রয়েছে কটেজ ও নাইট ক্যাম্পিং সুবিধা।
দূর থেকে আগত পর্যটকদের জন্য ২০টি কটেজ ও নাইট ক্যাম্পিংয়ের ব্যবস্থা। যেখানে একসঙ্গে ২০০ জন অতিথি থাকতে পারেন। এক হাজার লোকের ধারণক্ষমতার কনভেনশন হল এবং দুই তারকা মানের মাল্টি-কুইজিন রেস্টুরেন্ট রয়েছে। রয়েছে দুটি কৃত্রিম লেক, ফুলের বাগান ও ফোয়রা পার্কের সৌন্দর্য বাড়িয়েছে। যেখানে পর্যটকরা নৌকাভ্রমণ ও মাছ ধরার আনন্দ উপভোগ করতে পারেন।
ঈদের ছুটিতে মীরসরাইয়ের এসব অপূর্ব পর্যটন স্পটগুলো ঘুরে আসতে পারেন আপনজনদের সঙ্গে। প্রকৃতির নির্মল পরিবেশে কাটানো মুহূর্তগুলো আপনাকে দেবে এক অন্যরকম প্রশান্তি ও আনন্দ।

আঁখি

×